SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ২০-১১-২০১৯ ১৮:৪৪:১২

নীলফামারীতে ৩০ ঘর পুড়ে ছাই

nilpha-fire

নীলফামারীতে ভয়াবহ অগুণে পুড়ে ছাই হয়ে গেছে অবাঙ্গালীদের ৩০টি বসতবাড়ি। দুপুরে সৈয়দপুর শহরের দুর্গামিল এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর আড়াইটার দিকে ওই এলাকার অবাঙ্গালী ক্যাম্পের একটি বাড়িতে আগুন লাগে। ঘনবসতি হওয়া মুহূর্তেই আগুন পাশের বাড়ি গুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই পুড়ে যায় ১৫টি পরিবারের প্রায় ৩০টি বাড়ি।

ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে স্থানীয় প্রশাসন। ঘর-বাড়ি পুরোপুরি ভস্মীভূত হয়ে যাওয়ায় নি:স্ব হয়ে পড়েছেন বসবাসকারীরা।