SomoyNews.TV

Somoynews.TV icon খেলার সময়

আপডেট- ১৯-১১-২০১৯ ১০:১৯:৩৫

এবার কন্যার বাবা হলেন তামিম

tamim

এবার কন্যা সন্তানের বাবা হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। থাইল্যান্ডের বাম্রুদগ্রাদ হাসপাতালে তামিমের স্ত্রী আয়েশা ইকবাল কন্যা সন্তানের জন্ম দেন।

ফেসবুক পেজে তামিম নিজের সন্তানের ফটো আপলোড না করলেও বাচ্চা রাখার স্থানে হাসপাতাল কর্তৃপক্ষের লাগানো একটি ট্যাগের ছবি দিয়েছেন। সেখান থেকেই জানা গেছে তামিমের কন্যার নাম রাখা হয়েছে আলিশবা ইকলাম খান।

এর আগে গত অক্টোবর মাসে তামিমের স্ত্রী আয়েশা ইকবাল সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন। যেখানে ছেলে আরহাম ও তামিমের সঙ্গে দাঁড়িয়ে আছেন তিনি।

ওই ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, আমি জানি এ ছবির কোয়ালিটি ভালো না কিন্তু এই ছবিটা অমূল্য। চার জনের পরিবার হচ্ছে, ইনশাআল্লাহ।

তামিম-আয়েশা দম্পতির আরেকটি ছেলে সন্তান আছে।