SomoyNews.TV

শিক্ষা সময়

আপডেট- ১৯-১১-২০১৯ ০৯:০৮:০১

যৌন হয়রানি বন্ধসহ ৮ দফা দাবি ম্যাটস শিক্ষার্থীদের

bager-unrest

যৌন হয়রানি বন্ধসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বাগেরহাট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল-ম্যাটসের শিক্ষার্থীরা। এ সময় তারা প্রশাসনিক ভবনের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে শহরের মুনিগঞ্জের ম্যাটসের ক্যাম্পাসে একাডেমিক ও প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা।

তাদের অভিযোগ, পুরুষ স্টাফরা মেয়েদের হোস্টেলে যখন তখন ঢুকে পড়েন। এছাড়া পরীক্ষার সময় স্টাফরা গার্ড দেয়ার নামে মেয়েদের যৌন হয়রানি ও গালিগালাজ করে। এসব বন্ধে দ্রুত পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষার্থীদের দাবির সঙ্গে সম্মতি জানিয়ে অভিযোগের তদন্ত করতে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।