SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ১৮-১১-২০১৯ ২০:৪২:৫৮

খালেদা জিয়ার মুক্তি চায় না বিএনপি: তথ্যমন্ত্রী

info-min

প্রধানমন্ত্রীকে দেয়া চিঠিতে বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে কোন কথা না বলাই প্রমাণ করে চেয়ারপার্সনের মুক্তি চায় না দলটি- বলেছেন তথ্যমন্ত্রী ডা. হাছান মাহমুদ।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে সচিবালয় সাংবাদিকদের এ কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ভারত বিরোধিতার রাজনীতি থেকে বিএনপি বের হতে পারেনি। 

তথ্যমন্ত্রী বলেন, সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি ঠিটি দিয়েছেন। সেখানে কোন জায়গায় খালেদা জিয়ার মুক্তির বিষয়টি নাই। তাহলে স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগে বিএনপি আসলেই বেগম খালেদা জিয়ার মুক্তি চায় কি না।

ড. হাছান মাহমুদ বলেন, সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়েছিলেন, সেখানে যে চুক্তিগুলো হয়েছিল, সেগুলো সম্পর্কে বিএনপির ভাষ্য হচ্ছে জনগণ জানে না।