SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ১৭-১১-২০১৯ ১৩:৪৬:১২

পেঁয়াজের মতো চালে কোনো কেলেঙ্কারি হতে দেয়া হবে না: খাদ্যমন্ত্রী

পেঁয়াজের মতো চালের দাম নিয়ে যেন কেলেঙ্কারি না হয়, সে জন্য চালকল মালিকদের সতর্ক করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।  

এসময় তিনি বলেন, চালের মজুদ এখন সর্বকালের মধ্যে ভালো অবস্থায় আছে। রোববার (১৭ নভেম্বর) সকালে খাদ্য ভবনে চালকল মালিকদের সাথে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, 'পেঁয়াজ নিয়ে অযথা কেলেঙ্কারি হয়েছে। চাল নিয়ে যেন এরকম না হয় এই জন্যেই আপনাদের ডাকা হয়েছে। এটা নিয়ে কোনো কেলেঙ্কারি করতে দেয়া হবে না। আপনাদের সুবিধা অসুবিধা সব শুনবো। যত সমস্যাই থাকুক সমাধান হবে। প্রকৃত মিল মালিক যাতে বরাদ্দ পায় তার বিষয়ে সারা দেশে কঠোর নজরদারি আছে।'