SomoyNews.TV

শিক্ষা সময়

আপডেট- ১৭-১১-২০১৯ ১২:৩১:২০

সারা দেশে পিইসি পরীক্ষা চলছে

রাজধানীসহ সারা দেশে শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা। এতে অংশ নিচ্ছে ২৯ লাখের বেশি শিক্ষার্থী।

রোববার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় সিলেটের ৬৫৪ টি কেন্দ্রে একযোগে শুরু হয় পরীক্ষা। এতে এক লাখ ৮৩ হাজার ৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষার ভালো প্রস্তুতির কথা জানিয়েছে তারা।

ময়মনসিংহে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার ১ লাখ ২ হাজার ৫২৪জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন।

এছাড়া দেশের বিভিন্ন জেলায় শান্তিপূর্ণভাবে হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা।