SomoyNews.TV

ভাইরাল

আপডেট- ১৫-১১-২০১৯ ২২:৩৬:০৯

পেঁয়াজের ঘ্রাণ নেয়ার দৃশ্য ভাইরাল (ভিডিও)

প-য়-জ-2-

ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে পেঁয়াজের দাম। গত দুই-তিন দিনে কেজিতে বেড়েছে ১০০ টাকা। দেশের বিভিন্ন স্থানে আজ পেয়াজের কেজি ২৫০ টাকাও উঠেছে। এ অবস্থায় পেঁয়াজ না খেয়ে ঘ্রাণ নেয়ার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।

এভারগ্রীন বাংলাদেশ নামের ফেসবুক গ্রুপে মুক্রবার রাত ৯টার পরে এক মিনিটের একটি ভিডিও শেয়ার করা হয়। এ খবর লেখা পর্যন্ত মাত্র এক ঘণ্টায় ভিডিওটি ৬ হাজার শেয়ার হয়। কমেন্ট হয় প্রায় এক হাজার।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন তরুণ একটি পাত্রে মুড়ি মাখা খাচ্ছেন। পাত্রের মাঝখান বরাবর দড়িতে একপি পেঁয়াজ ঝুলিয়ে রাখা হয়েছে। প্রত্যেক একটু করে মুড়ি নিয়ে মুখে দিচ্ছে আর পেঁয়াজটি ধরে সেটির ঘ্রাণ নিচ্ছে।

ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘পেঁয়াজের ঘ্রাণ নিয়েই এখন মুড়ি মাখা খেতে হচ্ছে। কিচ্ছু করার নাই।’ ভিডিও বহু ফেসবুক ব্যবহারকারীকে ডাউনলোড করে শেয়ার করতে দেখা গেছে।