SomoyNews.TV

Somoynews.TV icon আন্তর্জাতিক সময়

আপডেট- ১৫-১১-২০১৯ ১৯:১৩:১০

ইউক্রেনকে রুশবিরোধী অবস্থান থেকে সরে আসার আহ্বান

ইউক-র-ন-র-প-র-স-ড-ন-ট-ভ-ল-দ-ম-

রাশিয়াবিরোধী অবস্থান থেকে সরে এসে মস্কোর সঙ্গে নতুন করে ওয়ারশ' চুক্তি করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির ধনকুবের ইগোর কোলোমোইস্ক।

সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। এক সময় ইউক্রেনের রুশবিরোধী বিদ্রোহীদের অস্ত্র দিয়ে সহায়তা করা এই ধনকুবের আরও বলেন, ন্যাটোর পেছনে ছুটে ইউক্রেন কখনোই এ অঞ্চলে অন্যতম শক্তি হিসেবে আবির্ভূত হতে পারবে না।