SomoyNews.TV

Somoynews.TV icon বিনোদনের সময়

আপডেট- ১৫-১১-২০১৯ ১৯:০৮:৫২

কলকাতার ‘জানবাজ’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে ২২ নভেম্বর

nov-jaanbaz-

টালিউডের জনপ্রিয় জুটি বনি সেনগুপ্ত ও কৌশনি মুখার্জি অভিনীত নতুন ছবি ‘জানবাজ’ মুক্তি পেতে বাংলাদেশের প্রেক্ষাগৃহে। ছবিটি গেল ৫ অক্টোবরে কলকাতায় মুক্তির পর এবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে ২২ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

সাফটা চুক্তির ভিত্তিতে অনুপ সেনগুপ্ত পরিচালিত এই ছবিটি বাংলাদেশে মুক্তি পাবে। বাংলাদেশি আমদানিকারক প্রতিষ্ঠান হার্টবিট আমদানি করছে ছবিটি।

প্রতিষ্ঠানটির কর্ণধার তাপসী ফারুক বলেন, সাফটা চুক্তির আওতায় শুক্রবার (২২ নভেম্বর) বাংলাদেশে অর্ধশতাধিক সিনেমা হলে মুক্তি পাবে ‘জানবাজ’। সোমবার (১১ নভেম্বর) ছবিটি বাংলাদেশে মুক্তি জন্য সেন্সর ছাড়পত্রও লাভ করেছে।’

বনি সেনগুপ্ত ও কৌশনি মুখার্জি ছাড়াও  ছবিতে আরও অভিনয় করেছেন টোটা রায় চৌধুরী, শংকর চক্রবর্তী, সুদীপ প্রমুখ।