SomoyNews.TV

Somoynews.TV icon আন্তর্জাতিক সময়

আপডেট- ১৫-১১-২০১৯ ১৮:৫৩:২১

ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে পরিবারে নেতিবাচক প্রভাব

ট-র-ম-প-র-ব-র-দ-ধ-তদন-ত-হওয়-য়-পর-ব-র-ক-ষত-গ-রস-থ-হচ-ছ-

অভিশংসন তদন্তের কারণে নিজের পরিবারের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বৃহস্পতিবার লুজিনিয়ায় এক জনসভায় দেওয়া বক্তব্যে তিনি আরো বলেন, জো বাইডেনকে পরাজিত করতে তার ইউক্রেনের সাহায্য নেওয়ার কোনো প্রয়োজন নেই।

অভিশংসন তদন্তের প্রকাশ্য শুনানি শুরুর পর বৃহস্পতিবার প্রথমবারের মতো কোনো জনসভায় অংশ নেন প্রেসিডেন্ট ট্রাম্প। 

এসময় তিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে ঘুমকাতুরে হিসেবে কটাক্ষ করেন। 

গেলো মাসে বাইডেনের বিরুদ্ধে তদন্ত করতে ইউক্রেনের প্রেসিডেন্টকে চাপ দেন ট্রাম্প। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই ট্রাম্পের অভিসংশনের দাবি করে আসছেন বিরোধীরা।