SomoyNews.TV

Somoynews.TV icon আন্তর্জাতিক সময়

আপডেট- ১৫-১১-২০১৯ ১৮:১৬:২৪

গাজায় বিমান ও ড্রোন হামলা ইসরাইলের

গ-জ-য়-ব-ম-ন-ও-ড-র-ন-হ-মল-ইসর-ইল-র

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে অবরুদ্ধ গাজায় বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল। শুক্রবার ইসরাইলি সেনাবাহিনী জানায়, সকালে অঞ্চলটির সশস্ত্রগোষ্ঠী ইসলামি জিদাদের বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য অভিযান চালিয়েছে তারা।

এর আগে, দু'দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর বৃহস্পতিবার যুদ্ধবিরতিতে একমত হয় ইসলামি জিহাদ ও ইসরাইল। ওই সংঘাতে ৩৪ ফিলিস্তিনি নিহত হয়। আহত হয় আরো শতাধিক। 
মঙ্গলবার ইসরাইলি হামলায় ইসলামি জিহাদের শীর্ষ কমান্ডার ও তার স্ত্রী নিহত হওয়ার পরই শুরু হয় সংঘাত। ইসরাইল লক্ষ্য করে কয়েশ' রকেট নিক্ষেপ করে ইসলামি জিহাদ। আহত হয় ৬৩ ইসরাইলি। 

ওই অবস্থায়, মধ্যস্থতার জন্য মিশরকে আহ্বান জানায় ইসরাইল। ইসলামি জিহাদের দেয়া শর্ত মানার পরই যুদ্ধবিরতে পৌঁছায় দু'পক্ষ। এরমধ্যেই, গাজায় হামলা চালালো ইসরাইল।