SomoyNews.TV

Somoynews.TV icon অন্যান্য সময়

আপডেট- ১৫-১১-২০১৯ ১৪:৫৩:৩০

লাইভে ধরা পড়ল চুরি, ভিডিও ভাইরাল (ভিডিও)

ল-ইভ-ধর-পড়ল-চ-র-ভ-ড-ও-ভ-ইর-ল-ভ-ড-ও-

টেলিভিশনে লাইফ রিপোর্টিং চলছে।  সেই ভিডিওতে ধরা পড়ল চুরির দৃশ্য। পরে সেই ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। 

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, ফক্স স্পোর্টস চ্যানেলের সাংবাদিক একটি হকি ম্যাচের রিপোর্টিং করছেন। তার চারদিকে প্রচুর ভিড়। 

সাংবাদিকের পাশে দুই ব্যক্তি মন দিয়ে মোবাইল ফোনে কথা বলছেন। একজনের হাতে ছিল একটি আইসক্রিম। আইসক্রিমটি একটি পাত্রের মধ্যে ধরা ছিল।

এমন সময় পিছন থেকে এক ব্যক্তি এসে সেই আইসক্রিমটি তুলে নেন। আইসক্রিমের মালিক কিছু বুঝতেই পারেননি। লাল টুপি, সাদা জ্যাকেট পরা আইসক্রিম ‘চোর’ সেটি একটু খেয়ে ফের মালিককে ফিরিয়ে দিতে চেয়েছিলেন অবশ্য। কিন্তু ইতিমধ্যেই আইসক্রিমের মালিক ঘুরে দেখে তার আইসক্রিম উধাও!

আইসস্ক্রিম খেয়ে ফের সেটি ফিরিয়ে দিতে গিয়ে চোর দেখে, ধরা পড়া নিশ্চিত। তাই তিনিও স্মার্টলি আইস্ক্রিম লুকিয়ে পালিয়ে যান। আর আইসক্রিমের মালিক চুরি যাওয়া মাল খুঁজতেই থাকেন।

ইএসপিএন ও ক্যারোলিনা হ্যারিকেন নামে এক ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে শেয়ার হয়েছে। শুধু ক্যারোলিনার টুইটটি দু’লক্ষেরও বেশি বার দেখা হয়েছে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।