SomoyNews.TV

Somoynews.TV icon খেলার সময়

আপডেট- ১৫-১১-২০১৯ ০১:৩০:২৯

প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার

aus-squad-copy

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের, প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সম্প্রতি ঘরোয়া বা আন্তর্জাতিক ক্রিকেটে ভালো পারফর্ম না করেও দলে সুযোগ পেয়েছেন, বল টেম্পারিং কাণ্ডে নিষিদ্ধ হওয়া ক্যামেরন ব্যানক্রফট।

অধিনায়ক টিম পেইনের অধীনে দেয়া দলে চমক বলতে অ্যাশেজ সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন উসমান খাজা, মার্কাস হ্যারিস এবং পিটার সিডল। আর তাদের জায়গায় দলে সুযোগ পেয়েছেন জো বার্নস এবং ট্র্যাভিস হেড। ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথের সঙ্গে তারাই সামলাবেন দলের ব্যাটিং। 

অ্যাশেজে দারুণ খেলা মার্নাস লাবুশানে দলে ধরে রেখেছেন নিজের স্থান। দল গঠনে মূলত শেফিল্ড শিল্ডের পারফরম্যান্সকে গুরুত্ব দিয়েছেন নির্বাচকরা। পিটার সিডলের স্থানে সুযোগ পেয়েছেন আরেক পেসার মাইকেল নেসার। এছাড়া জেমস প্যাটিনসন, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড আছেন স্কোয়াডে। দলে একমাত্র স্পিনার হিসেবে আছেন ন্যাথান লায়ন। আগামী বৃহস্পতিবার ব্রিসবেনে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।