SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ১৪-১১-২০১৯ ২০:৪৪:৩৩

কাপাসিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

7

গাজীপুরের কাপাসিয়ায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং আহত হয়েছেন আরো ২ জন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে ঢাকা-কিশোরগঞ্জ সড়কে উপজেলার বিরুজুলি দীঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহত ও নিহতদের পরিচয় জানা যায়নি। তবে, নিহতদের মধ্যে ২ জন পুরুষ ও একটি ৫ বছরের মেয়ে শিশু রয়েছে।

কাপাসিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঢাকা-কিশোরগঞ্জ সড়কে কাপাসিয়া উপজেলার বিরুজুলি দীঘিরপাড় এলাকায় কিশোরগঞ্জগামী বাসের সঙ্গে ঢাকাগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হয়। এসময় এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই ৩ জনকে মৃত ঘোষণা করেন। আহত ও নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ছিল।