SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ১৪-১১-২০১৯ ২০:৩০:৩৪

অফিসে মাদকসেবনে সরকারি কর্মকর্তা প্রত্যাহার

gov-officer

অফিসে বসে মাদক সেবনের ভিডিও ভাইরাল হওয়ায় ময়মনসিংহের ফুলপুর উপজেলা ভুমি অফিসের প্রধান সহকারী সমীর কুমার চক্রবর্তীকে প্রত্যাহার করা হয়েছে। জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শের মাহবুব মুরাদ সময় নিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো বলেন, অভিযুক্ত সমীর কুমার চক্রবর্তীর মাদক সেবনের বিষয়টি তদন্ত করা হবে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এর আগে, ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভূমি অফিসের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক সমীর কুমার চক্রবর্তী তার অফিসের চেয়ারে বসেছিলেন। ওই সময় তার সহকারীরা নিয়ে আসে মাদক। তারপর সেখানে বসেই সেই মাদক সেবন করেন তিনি। এমন দৃশ্যের ১৫ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

আর ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠে পুরো জেলা জুড়ে।