SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ১৪-১১-২০১৯ ১৮:১৮:০৮

দুদকের নামে ভুয়া চিঠি যাচ্ছে বিভিন্ন ঠিকানায়

dudok-letter-2

দুদকের চিঠি হুবহু কপি করে কর্মকর্তাদের নাম, স্বাক্ষর ব্যবহার করে ভুয়া চিঠি যাচ্ছে বিভিন্ন ঠিকানায়। এ বিষয়ে কেউ কথা না বললেও, এরই মধ্যে দুদকের হটলাইন ১০৬ এ অভিযোগ জানিয়েছে বেশ কয়েকজন ভুক্তভোগী।

এমন ভুয়া চিঠি নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছে দুর্নীতি দমন কমিশন। পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে দুদকের ওয়েবসাইটে ফোন নম্বর উন্মুক্ত করেছে কমিশন। এছাড়া সন্দেহজনক চিঠি হলে তার বিষয়ে জানাতে জনসংযোগ বিভাগও খোলা থাকবে। 

দুদকে ফেরত আসা ভুয়া চিঠিগুলো কে বা কারা পাঠাচ্ছে তা সনাক্ত করতে এরই মধ্যে দুদকের গোয়েন্দা ইউনিটে অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা।