SomoyNews.TV

Somoynews.TV icon আন্তর্জাতিক সময়

আপডেট- ১৪-১১-২০১৯ ০৯:৩৩:১৩

ট্রাম্পের বিরুদ্ধে প্রকাশ্যে শুনানি শুরু

trump-impeach

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্তের প্রকাশ্য শুনানির প্রথম দিন শেষ হয়েছে। দেশটির ইতিহাসে নজিরবিহীন এ শুনানির প্রথম দিনে তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দেন ইউক্রেনে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বিল টেইলর ও মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী জর্জ কেন্ট।

স্থানীয় সময় বুধবার সকালে কংগ্রেসে শুরু হওয়া শুনানি যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সরাসরি সম্প্রচার করে। এ শুনানি আগামী এক মাস চলবে বলে জানা গেছে। এতে রাষ্ট্রদূত বিল টেইলর বলেন, তার এক সহকর্মী জানিয়েছেন যে, জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করতে চাপ দিয়েছেন ট্রাম্প। এ বিষয়ে তিনি গভীর আগ্রহ দেখিয়েছেন। এদিকে ব্যস্ততার কারণে শুনানি দেখতে পারেননি বলে সাংবাদিকদের জানান প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এ বিষয়ে সব খোঁজ-খবর নিচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলীয় জো বাইডেনের বিরুদ্ধে তদন্তের জন্য ইউক্রেনের প্রেসিডেন্টকে চাপ দেন ট্রাম্প। এই খবর ফাঁস হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসনের দাবি তোলে বিরোধীরা।