SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ১৪-১১-২০১৯ ০৯:০৪:৪৮

ঐতিহ্যবাহী মহারাস উৎসব উদযাপিত

cnt-fest

পিরোজপুর ও হবিগঞ্জে উদযাপিত হয়েছে হিন্দুধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী মহারাস উৎসব।

পিরোজপুর
গুরুপূজা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পিরোজপুরে পালিত হচ্ছে রাসলীলা। কাউখালীর শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে ৫ দিনব্যাপী এ উৎসব ও মেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে গতকাল সকালে বর্ণিল র‌্যালি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আশ্রম প্রাঙ্গণে এসে শেষ হয়। এ উৎসবে ভারত, নেপাল ও শ্রীলঙ্কা থেকেও ভক্তরা অংশ নেয়।

হবিগঞ্জ
নানা আয়োজনের মধ্য দিয়ে হবিগঞ্জে পালিত হয়েছে রাস উৎসব। মঙ্গলবার মধ্যরাত থেকে চুনারুঘাটের আদিবাসী পল্লীতে এ উৎসব পালন করেন হিন্দুধর্মাবলম্বী মনিপুরীরা। এ সময় আদিবাসী নারীদের মনোমুগ্ধকর নৃত্য উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।