SomoyNews.TV

Somoynews.TV icon প্রবাসে সময়

আপডেট- ১২-১১-২০১৯ ১২:৪১:০৪

ইতালিতে খোকার স্মরণসভা

khoka

ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার আত্মার মাগফিরাত কামনা করে ইতালিতে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) ভেনিসের বিসমিল্লাহ রেস্টুরেন্টে ঢাকা বিভাগের জাতীয়তাবাদী দলের সমর্থকরা এ অনুষ্ঠানের আয়োজন করে।  

অনুষ্ঠানে বক্তব্য দেন- আবদুল হাকিম, জাহাঙ্গীর আলম, মুক্তার হোসেন, আবদুল হালিম, মিয়া ইউনুছ আলী প্রমুখ।  মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন মেস্তে পুরাতন মসজিদে ইমাম হাফেজ মাওলানা আবদুল কাদের।

বক্তারা সাদেক হোসেন খোকার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তার স্মৃতির কথা স্মরণ করেন ও শ্রদ্ধা জানান উপস্থিত ব্যক্তিরা। এর আগে গত সোমবার (৪ নভেম্বর) চিকিৎসাধীন অবস্থায় নিউইয়র্কে মারা যান সাদেক হোসেন খোকা। তিনি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৭ বছর।