SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ১২-১১-২০১৯ ১০:২৬:৩৮

বুলবুলে ঝালকাঠিতে সাড়ে ১২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

jhalokathi-somoy

দক্ষিণ জনপদ ঝালকাঠিতে ঘণ্টাব্যাপী বুলবুলের ছোবলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত শুক্রবার থেকে থেমে থেমে বৃষ্টি শুরু হয়। শনিবার সকাল থেকে মুষলধারে বৃষ্টি নামে। দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী শুরু হয় বুলবুলের তাণ্ডব। বৃষ্টির সঙ্গে বাতাসে ব্যাপক ক্ষতি হয়। নদীর অবস্থা ছিল ভয়ানক।

ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের তথ্যমতে, জেলায় ২ লাখ ৩৮ হাজার ৯৮৫ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের ১১ হাজার ৫০০ হেক্টর স্থানীয় জাতের রোপা আমন, ৩ হাজার ৩৫০ হেক্টর উফসী জাতের রোপা আমন, ৫০০ হেক্টর শীতকালীর সবজির ক্ষতি হয়েছে।

৮১৭টি ঘর-বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ৪১৫ কিলোমিটার রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। ৭৪৮টি মাছের পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। যার আর্থিক মূল্য ২ কোটি টাকা। এছাড়া ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৫টি।

জেলায় যে সংখ্যক গাছপালার ক্ষতি হয়েছে তার আর্থিক মূল্য ৩০ লাখ টাকা। এছাড়া ৭৫ হেক্টর পানের বরজেরও ক্ষতি হয়েছে।

সর্বশেষ হিসাব মতে ঝালকাঠিতে বুলবুলে ১২ কোটি ৩০ লাখ ৫০ হাজার ৮০০ টাকার ক্ষতি হয়েছে।

ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী জানিয়েছেন, সোমবার জেলার ক্ষয়ক্ষতির পরিসংখ্যান করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।