SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ১২-১১-২০১৯ ০৭:২৯:৩১

আটকে পড়া সেই ১২০০ পর্যটক অবশেষে টেকনাফে ফিরেছেন

porjotok

ঘূর্ণিঝড়ের কারণে সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়া ১২০০ পর্যটক অবশেষে টেকনাফে ফিরে এসেছেন।সোমবার (১১ নভেম্বের) সন্ধ্যায় টেকনাফের জেটি ঘাটে ফেরে পর্যটকবাহী জাহাজ ৩টি।

স্থানীয় প্রশাসন জানায়, পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে।

এর আগে গতকাল সকালে দ্বীপে আটকা পড়া পর্যটকদের ফেরত আনতে জাহাজ তিনটি রওনা দেয়। পরে দ্বীপে আটকা পড়া পর্যটকদের নিয়ে জাহাজ তিনটি ফিরে আসে।