SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ১১-১১-২০১৯ ২২:০৩:২৯

‘ফুঁ কবিরাজ’ পলাতক, সাহায্য করেছিলেন ইউপি চেয়ারম্যানও!

kobiraj

কিশোরগঞ্জে হাজার হাজার মানুষকে ভক্ত বানিয়ে ফেলেছে কাঠুরিয়া ‘ফুঁ কবিরাজ’। শনিবার (৯ নভেম্বর) জেলার পাকুন্দিয়া থানার সুখিয়া ইউনিয়নের চরপলাশ গ্রামের ফসলের বিস্তীর্ণ মাঠে মঞ্চ তৈরি করে ঝাড়ফুঁকের আসর বসায় কথিত কবিরাজ সবুজ মিয়া। বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। তবে শনিবারে আবারো এই কবিরাজের আসরে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু। তার মদদেই নাকি এই আসর আবারও সম্ভব হয়েছে।

যদিও এই বিষয়ে সময় সংবাদকে তিনি বলেন, কয়েকজনের অনুরোধে ওই দিন সেখানে কাঠুরিয়া কবিরাজ উপস্থিত হয়েছেন। সেখানে অবস্থা দেখতেই সেখানে যাই আমি। অনেক মানুষের সমাগম দেখে কবিরাজকে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে বলি।

পাকুন্দিয়া থানার ওসি মো. মফিজুর রহমান বলেন, প্রথমে আমরা বিষয়টি জানতাম না। খবর পেয়ে সেখানে গিয়ে দেখি হাজার হাজার মানুষ। এ অবস্থায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত সময়ের মধ্যে তাদের আয়োজন শেষ করতে বলা হয়। আমাদের নির্দেশের পর মাইকে ফুঁ দিয়ে কিছুক্ষণের মধ্যেই চলে যান কবিরাজ। এরপর থেকে সেই কবিরাজের আর কোন খোঁজ মেলেনি।