SomoyNews.TV

Somoynews.TV icon বিনোদনের সময়

আপডেট- ১১-১১-২০১৯ ১৯:৫৬:২২

শঙ্কামুক্ত, বাড়িতে ফিরেছেন লতা মঙ্গেশকর

111

শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় রোববার (১০ নভেম্বর) গভীর রাতে হাসপাতালে ভর্তি করা হয় সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে। তাঁর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়।

নব্বই বছর বয়েসি এই সংগীতশিল্পী এখন শঙ্কামুক্ত। তাই হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাসায় ফিরেছেন তিনি। ডেকান ক্রনিক্যাল এ খবর প্রকাশ করেছে।

সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, লতা মঙ্গেশকরের বুকে ইনফেকশন হয়েছে, এজন্য তাকে দক্ষিণ মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সুস্থ হয়ে উঠেছেন এবং নিজের বাড়ি ফিরেছেন।

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে লতা মঙ্গেশকরের আত্মীয় রচনা শাহ বলেন, ‘ভাইরাস সংক্রমণ নিয়ে গতকাল মাঝ রাতে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন তিনি। তবে এখন ভালো আছেন।’

২৮ সেপ্টেম্বর ৯০-এ পড়েছেন লতা। রোববার পানিপথ ছবিতে অভিনয় করার জন্য প্রবীণ অভিনেত্রী পদ্মিনী কোলাপুরেকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান সুরসম্রজ্ঞী। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।