SomoyNews.TV

Somoynews.TV icon বিনোদনের সময়

আপডেট- ১১-১১-২০১৯ ১৮:৪৭:১৪

অযোধ্যার রায় নিয়ে যা বললেন সালমানের বাবা

salman-khan

বাবরি মসজিদের পরিবর্তে মুসলমানদের বিকল্প পাঁচ একর জমির ব্যবস্থার নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। সেই জমিতে মসজিদের পরিবর্তে স্কুল চান বলিউড তারকা সালমান খানের বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান।

শনিবার (০৯ নভেম্বর) সাংবাদিকদের তিনি বলেন, ‘ইসলামে ভালোবাসা এবং ক্ষমার কথা বলা হয়েছে। এত দিনে অযোধ্যা বিতর্কে ইতি পড়ল। এবার ওই দুই নীতি মেনেই চলতে হবে। অতীত আঁকড়ে পড়ে থেকে লাভ নেই। বরং পুরনো সব কিছু ভুলে এগিয়ে যেতে হবে।’

তিনি বলেন, ‘অযোধ্যা বিতর্ক নিয়ে আর কোনো আলোচনারই দরকার নেই। তার চেয়ে দৈনন্দিন জীবনের সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করা উচিত। আমাদের ভালো স্কুল ও হাসপাতালের প্রয়োজন।’ 

তিনি আরো বলেন, মন্দির-মসজিদ বিতর্ক আঁকড়ে পড়ে না থেকে, ভবিষ্যতের কথা ভেবেই শান্তিপূর্ণ পরিবেশ কায়েম রাখতে সকলকে এগিয়ে আসতে হবে।