SomoyNews.TV

শিক্ষা সময়

আপডেট- ০৯-১১-২০১৯ ১২:৫৫:৫৫

বুলবুল : সোমবারের জেএসসি-জেডিসি পরীক্ষাও স্থগিত

jsc

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আগামী ১১ নভেম্বর সোমবার অনুষ্ঠেয় জেএসসি ও জেডিসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে শনিবারের (৯ নভেম্বর) জেএসসি পরীক্ষা স্থগিত করা হয়। আজ জেএসসি ও জেডিসিতে গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল।

গত ২ নভেম্বর থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়। 

এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। এর মধ্যে ছাত্র ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন এবং ছাত্রী ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ২ লাখ ১৮ হাজার ২৯২ জন বেশি।