SomoyNews.TV

ভাইরাল

আপডেট- ০৮-১১-২০১৯ ১৫:০৭:০৩

নারী পুলিশ কর্মকর্তাকে হেনস্তার ভিডিও প্রকাশ

ন-র-প-ল-শ-কর-মকর-ত-ক-হ-নস-ত-র-ভ-ড-ও-প-রক-শ

আইনজীবীদের হাতে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত হওয়ায় দিল্লিতে বিক্ষোভ করেছে পুলিশ সদস্যরা। গেল সপ্তাহে দিল্লিতে হাজার হাজার পুলিশ সদস্যদের বিক্ষোভ করতে দেখা যায়।

এর মধ্যেই এক নারী পুলিশ কর্মকর্তাকে আইনজীবীদের হাতে হেনস্তার শিকার হওয়ার ভিডিও প্রকাশ পেয়েছে। একই সঙ্গে তাকে হেনস্তার সময়ের দু’টি অডিও রেকর্ডও প্রকাশ করা হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, পিছু ধাওয়া করে পুলিশ কর্মকর্তাকে ঘিরে ধরেছেন এক দল আইনজীবী। তাকে বাঁচানোর জন্য ছুটে আসছেন কয়েক জন পুলিশকর্মী। আইনজীবীদের হাত থেকে ওই কর্মকর্তাকে উদ্ধার করে পুলিশ।

গেল শনিবার (২ নভেম্বর) তিস হাজারি আদালত চত্বরে পুলিশকর্মী ও আইনজীবীদের সংঘর্ষের সময়ের এই ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। 
আইনজীবীদের হাতে ঘেরাও হওয়া ওই কর্মকর্তঅ দিল্লির ডিসিপি (নর্থ ডিস্ট্রিক্ট) মনিকা ভরদ্বাজ। 

মনিকা ভরদ্বাজের অভিযোগ, ওই আইনজীবীরা তাকে হেনস্তা করে। আইনজীবীদের সঙ্গে বিতণ্ডতার সময় এক পুলিশ সদস্যের সার্ভিস রিভলভার হারিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।