SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ০৪-১১-২০১৯ ১২:৩৬:১৪

ভারতকে হারানো দারুণ ব্যাপার ছিল : প্রধানমন্ত্রী

cabinet

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভয়কে জয় না করলে সামনে এগুনো যায় না। 

সোমবার (৪ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠকে দিল্লিতে টি-টোয়েন্টিতে ভারতকে হারানোয় বাংলাদেশ দলের প্রশংসা করে এ কথা বলেন তিনি।

সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ে শুরু হয় আজকের এ বৈঠক। শুরুতেই তথ্য ও যোগাযোগ খাতে বিশেষ অবদানের জন্য ‘বেস্ট সিটিজেন এনগেজমেন্ট প্রজেক্ট’ পুরস্কারসহ তিনটি ক্রেস্ট প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

সভায় ভারত-বাংলাদেশের ম্যাচ প্রসঙ্গ উঠে আসে। প্রধানমন্ত্রী বলেন, শুরুটা আমাদের ভালোই হলো। প্রথমবার ভারতের বিরুদ্ধে জিতলাম। তিন বিভাগে তারা ভালো করেছে। ভারতের মত দলকে ১৪৮ রানে আটকে দেয়াটা দারুণ ব্যাপার ছিল।