SomoyNews.TV

Somoynews.TV icon বিনোদনের সময়

আপডেট- ২৩-১০-২০১৯ ০৬:২১:৪৬

বিগ বসে নারী প্রতিযোগীদের গোসলের ভিডিও প্রকাশ

capture

ভারতের সবচেয়ে বিতর্কিত রিয়্যালিটি শো বিগ বস এর ১৩ সিজন চলছে। সালমান খান উপস্থাপনায় ইতোমধ্যে নানা ঘটনা-অঘটন ঘটতে শুরু করেছে এখানে। এবার প্রকাশ হয়েছে বিগ বসে অংশগ্রহণ করা অভিনেত্রীদের গোসলের ভিডিও।

ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি সুইমিং পুলে গোসল করছেন কয়েকজন অভিনেত্রী। না, শুধু অভিনেত্রীই ওই সুইমিং পুলে দেখা গেল কয়েকজন পুরুষকেও। তবে আলাদাভাবেই গোসল করতে দেখা যাচ্ছে তাদের।

রেশমি দেশাই থেকে সিদ্ধার্থ শুক্ল কিংবা আরতি সিং অথবা পঞ্জাবি অভিনেত্রী শেহনাজ গিল কিংবা বাঙালি-কন্যা দেবলিনা ভট্টাচার্য। সালমান খানের শো এবার টেলিভিশনের জনপ্রিয় তারাকারা জমিয়ে দিয়েছেন।

বিগ বসের ঘরের এলাকার মধ্যে যে সুইমিং পুল আছে, সেখানে একসঙ্গে নেমে পড়তে দেখা যায় দেবলিনা ভট্টাচার্য, আরতিদের। ভিডিওটি প্রকাশ হবার পরই ছড়িয়ে পড়েছে। এখন ভাইরাল এ ভিডিও।

সম্প্রতি এ শোয়ে আরতি সিংকে ‘চরিত্রহীন’ বলে আক্রমণ করেছিলেন সিদ্ধার্থ দে।
এদিকে অশ্লীলতার অভিযোগ তুলে বিগবস বন্ধের দাবি তুলেছিলেন কেউ কেউ। এছাড়াও একের পর এক ঝামেলা লেগে আছে এবারের আয়োজনে। সালমান খানও এ শো থেকে বেরিয়ে যাবেন বলে নোটিশ করেছেন আয়োজকদের।