SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ২২-১০-২০১৯ ১৯:২৩:৩৩

ভোলার ঘটনায় গাজীপুরে হেফাজতের বিক্ষোভ

gazipur

ভোলায় হিন্দু যুবক মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর বিরুদ্ধে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস প্রদান করার প্রতিবাদে গাজীপুরে হেফাজত ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২২ অক্টোবর) বাদ জোহর গাজীপুর জেলা শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ভাওয়াল রাজবাড়ি রোড প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে।

সংগঠনের জেলা সভাপতি মুফতি মাসউদুল করীমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন হেফাজতে ইসলামীর গাজীপুর জেলা সম্পাদক মুফতি মাওলানা ফজলুর রহমান, অধ্যাপক মাওলানা নুরুল ইসলাম, মুফতি নাসিরউদ্দিন খাঁন।

বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ সা: এর বিরুদ্ধে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস প্রদানকারী যুবকের ফাঁসীর রায় কার্যকর করার আগে রাজপথ ছেড়ে যাবো না।