SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ২১-১০-২০১৯ ১৮:২৭:৪১

‘স্বার্থান্বেষীরা মানুষের ধর্মীয় অনুভূতি উস্কে দিয়ে ফায়দা লুটছে’

vola-police-5pm

একটি স্বার্থান্বেষী মহল মানুষের ধর্মীয় অনুভূতি উস্কে দিয়ে নিজেদের ফায়দা হাসিল করতে চায়। রামু, নাসিরনগরের পর ভোলার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, পুলিশ সময় মতো তৎপর হলে ভোলায় হতাহতের ঘটনা এড়ানো যেতো। 

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ এবং তারা অত্যন্ত সহজ-সরল। ধর্মের নামে তাদেরকে খুব সহজেই উস্কে দেয়া যায়। কিছু স্বার্থান্বেষী মানুষ যারা অস্থিতি সৃষ্টি করতে চায় তারা এ বিষয়টি জানে এবং এই সুযোগটিই অনেকে কাজে লাগায়। এসব ক্ষেত্রে মিথ্যে প্রচার বা গুজব ছড়ানোর নেতিবাচক যে প্রভাব, তা থেকে মুক্ত রাখতে আমি মনে করি প্রথমত সরকারি যে সংস্থাগুলো রয়েছে তাদেরকে সঠিক সময়ে তথ্য জনগণের কাছে তুলে ধরা উচিত।

অপরাধ বিশ্লেষক অধ্যাপক নেহাল করিম বলেন, পুলিশ বা গোয়েন্দাদের এসব বিষয়ে আগে থেকে জানার কথা, কিন্তু তারা কি অ্যাকশন নিলো। তাহলে তো বোঝা যায় এখানে একটা শুন্যতা বিরাজ করছে। আমি মনে করি প্রশাসন সব জানে এবং এখানে নিশ্চয় কিছু একটা কাজ করছে।