SomoyNews.TV

Somoynews.TV icon আন্তর্জাতিক সময়

আপডেট- ২১-১০-২০১৯ ১৭:১৮:০২

গোল্ডেন গেট হোটেলে আগুন

ind-fire

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে চারতলা একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২১ অক্টোবর) স্থানীয় সময় সকালে বিজয় নগরের গোল্ডেন গেট হোটেলে এই আগুন লাগার ঘটনা ঘটে।

সে সময় হোটেলটিতে অসংখ্য মানুষ অবস্থান করছিলেন। আগুন লাগার পরপরই বেশ কয়েকজনকে উদ্ধার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ জানায়, আগুনে ভবনের সামনের অংশ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাই হয়ে গেছে প্রধান ফটক। আগুনের কারণ অনুসন্ধানে কাজ করছে কর্তৃপক্ষ।