SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ২১-১০-২০১৯ ১২:০৫:৩৩

ভোলায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

bhola-flw-12pm

ভোলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের মিছিল, সভা ও সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। সোমবার (২১ অক্টোবর) সকাল থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

শহরের প্রবেশমুখগুলোতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে তারা। ফেসবুকে ভুয়া পোস্ট দেয়া নিয়ে গতকাল রোববার বোরহান উদ্দিন উপজেলায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে চারজন নিহত হয়।

ঘটনার জেরে সোমবার থেকে ভোলা শহরে সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে সভা-সমাবেশ ডাকা হয় । এ অবস্হায় আইনশৃঙ্খলার স্বার্থে জেলায় সব ধরনের সভা, মিছিল ও সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

জেলার শান্তিশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি র‌্যাব, কোস্টগার্ডের পাশাপাশি মোতায়েন রয়েছে চার প্লাটুন বিজিবি। এদিকে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছে সমাবেশকারীরা।