SomoyNews.TV

শিক্ষা সময়

আপডেট- ১৬-১০-২০১৯ ২০:৫৯:৩৫

ইবিতে বিশ্ব খাদ্য দিবসে সিওয়াইবির র‌্যালি

ভ-ক-ত-অধ-ক-র

বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বিশ্ব খাদ্য দিবস’-২০১৯ পালিত হয়েছে। ‘নিরাপদ খাদ্য আমাদের অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে এবছর বিশ্বব্যাপি পালিত হচ্ছে ‘বিশ্ব খাদ্য দিবস’।

এ উপলক্ষ্যে ভোক্তা অধিকার সংস্থা কনসাস কনজুমার্স সোসাইটি (সিসিএস) এর যব শাখা কনজুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)  এর ইবি শাখার আয়োজনে ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। বুধবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় র‌্যালিটি অনুষদ ভবন থেকে শুরু হয়।

সংগঠন সূত্রে, এবারের খাদ্য দিবস উপলক্ষে ব্যাপক কর্মসূচী হাতে নেয় সিওয়াই ইবি শাখা। এরই অংশ হিসেবে বুধবারে ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালি করে সংগঠনটি। ‘নিরাপদ খাদ্য আমাদের অধিকার’, ‘নিরাপদ খাদ্য চাই’, আমার পণ্য আমার অর্থ অধিকার আদায়ে হবো না ব্যর্থ’, সম্বলিত বিভিন্ন ফেস্টুন হাতে নিয়ে র‌্যালিতে অংশ নেয় শিক্ষার্থীরা।

অনুষদ ভবন থেকে র‌্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। এসময় র‌্যালিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. সেলিম তোহা, সংগঠনের উপদেষ্টা প্রফেসর ড. মেহের আলী, অ্যাসিস্টেন্ট প্রফেসর আনিচুর রহমান, প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল, সিওয়াইবি’র কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইমরান শুভ্র, ইবি শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এসময় র‌্যালিতে সংগঠনের প্রায় অর্ধশত সদস্যরা অংশগ্রহণ করেন।