SomoyNews.TV

Somoynews.TV icon আন্তর্জাতিক সময়

আপডেট- ১০-১০-২০১৯ ১৭:৪৬:২৫

যুক্তরাষ্ট্রে মোটেলে আগুন লেগে দগ্ধ ৫

us-fire-2

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি মোটেলে ভয়াবহ আগুন লেগেছে। এতে দুই শিশুসহ অন্তত পাঁচ জন দগ্ধ হয়েছেন।

বুধবার (৯ অক্টোবর) টেক্সাসের বিশেষ অঞ্চল স্প্রিং-এর ওই মোটেলটিতে হঠাৎ কোরে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে আশপাশ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেন দমকল কর্মীরা। 

এতে বেশ কয়েকজন দগ্ধ হলে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। তবে কি কারণে আগুন লেগেছে তার কারণ উদঘাটন বের করা যায়নি।