SomoyNews.TV

Somoynews.TV icon খেলার সময়

আপডেট- ১০-১০-২০১৯ ০২:৩৬:৫২

আজ মাঠে গড়াচ্ছে এনসিএল

ncl-dhaka

বৃহস্পতিবার মাঠে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট লিগ-এনসিএল। প্রথম স্তরে ঢাকার বিপক্ষে লড়বে রাজশাহী। খুলনার বিপক্ষে মাঠে নামবে রংপুর। আর দ্বিতীয় স্তরে বরিশালের প্রতিপক্ষ সিলেট। এছাড়া ঢাকা মেট্রো লড়বে চট্টগ্রামের বিপরীতে। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল সাড়ে নয়টায়। এদিকে, খেলোয়াড়দের ফিটনেস ভালো থাকায় এবার বাড়বে প্রতিযোগিতা, মনে করছেন সিনিয়র ক্রিকেটাররা।

ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কড়া অবস্থানে বিসিবি। বিপ টেস্ট বাঁধায় ছিটকে গেছেন টুর্নামেন্টে সর্বোচ্চ রানের মালিক তুষার ইমরান সোহাগ গাজীর মতো বড় নাম। তবে ক্রিকেটাররা ফিট থাকায় জমবে মাঠের লড়াই। প্রত্যাশা সিনিয়রদের। শিরোপায় চোখ থাকলেও এগুবার কৌশলটা ম্যাচ বাই ম্যাচ।

চট্টগ্রাম বিভাগের অধিনায়ক মুমিনুল হক বলেন, আমাদের ভালো কিছু ক্রিকেটার রয়েছে। তবে আমরা ভালো খেলতে পারলেই ফাইনালে উঠতে পারবো।    

ঘরের ছেলে তামিম খেলবে চট্টলার হয়ে। ঢাকা মেট্রোয় খেলবেন মাহমুদুল্লাহ। ড্রেসিংরুমে পঞ্চপান্ডবদের উপস্থিতি তরুণদের যোগাবে সাহস। দলও হবে চাঙ্গা। আর দেশি জুনিয়র কোচদের অন্তর্ভুক্তিতে ইতিবাচক ফল পাবে দেশের ক্রিকেট, মানছেন সিনিয়ররা।

ঢাকা মেট্টো’র অধিনায়ক মার্শাল আইয়ুব বলেন, একটা দল যখন টুর্নামেন্টে আসে তখন টার্গেটেই থাকে চ্যাম্পিয়ন হবার। আশা করছি এবারের টুর্নামেন্ট ভালো জমবে।  

ফতুল্লায় প্রথম স্তরে ঢাকা বিভাগের বিপক্ষে লড়বে রাজশাহী বিভাগ। খুলনায় স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে রংপুর বিভাগ। আর দ্বিতীয় স্তরে রাজশাহীতে বরিশাল বিভাগের প্রতিপক্ষ সিলেট বিভাগ। আরেক ম্যাচে ঢাকায় মিরপুর হোম অব ক্রিকেটে ঢাকা মেট্রো লড়বে চট্টগ্রাম বিভাগের বিপরীতে। সবক'টি ভেন্যুতেই সকাল সাড়ে নয়টায় একযোগে মাঠে গড়াবে এবারের এনসিএল।