SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ০৯-১০-২০১৯ ১৭:৫৮:২৫

আবরার হত্যার শাস্তি দাবিতে নারায়ণগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

ন-র-য়ণগঞ-জ

আবরার ফাহাদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতারা।

বুধবার (০৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ সভাপতিত্ব এই বিক্ষোভ ও সমাবেশ পালন করেছে জেলা ও মহানগর ছাত্রদলের নেতারা।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি।

এ সময় বক্তারা ছাত্রলীগকে জঙ্গী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে বলেন, তাদেরকে ভালো কোনো কাজে পাওয়া যায় না। গুম, খুন, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডে ছাত্রলীগ লিপ্ত থাকে। অবিলম্বে ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণা করা হোক।

বক্তারা আরও বলেন, প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার ফাহাদ একজন নিরীহ, ভদ্র ও মেধাবী ছাত্র ছিলেন। মেধাবী ছাত্র হত্যার মাধ্যমে প্রমাণিত হয় ছাত্রলীগ একটা জঙ্গী সংগঠন। এখনই যদি তাদের শাস্তির আওতায় না আনা হয় তাহলে বাংলাদেশে আর মেধাবী ছাত্র থাকবে না।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নারায়ণগঞ্জ প্রেসক্লাব থেকে শুরু হয়ে চাষাড়ায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।