SomoyNews.TV

Somoynews.TV icon আন্তর্জাতিক সময়

আপডেট- ০৯-১০-২০১৯ ১৭:০৭:৫৪

নির্ধারিত সময়ে ব্রেক্সিট চুক্তি নিয়ে সমঝোতা সম্ভব নয়: আইরিশ প্রধানমন্ত্রী

image-190153-1561068576

নির্ধারিত সময় আগামী ৩১ অক্টোবরের মধ্যে ব্রেক্সিট চুক্তি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের সমঝোতা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আইরিশ প্রধানমন্ত্রী লিও ভারাদকার।

আইরিশ গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, এখন পর্যন্ত দু'পক্ষের মধ্যে বেশ কিছু ইস্যুতে বড় ধরনের মতবিরোধ রয়ে গেছে। এসব মতপার্থক্য দূর করে নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতায় পৌঁছানো প্রায় অসম্ভব বলেও জানান তিনি।

এর আগে মঙ্গলবার, ইইউ-ব্রিটেন ব্রেক্সিট আলোচনা ভেস্তে যাওয়ার পড়ার দ্বারপ্রান্তে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হলে, বিষয়টি পুরোপুরি স্বীকার না করলেও, ভারাদকার বলেন, দু'পক্ষের চলমান আলোচনায় বেশ কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। ব্রেক্সিট নিয়ে এ সপ্তাহেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে আইরিশ প্রধানমন্ত্রীর।

এদিকে, আগামী ১৪ই অক্টোবর পর্যন্ত ব্রিটেনের পার্লামেন্ট মুলতবি ঘোষণা করা হয়েছে। নিয়মিত রুটিন মুলতবির অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় পার্লামেন্টে মুলতবির এ ঘোষণা দেয়া হয়।