SomoyNews.TV

Somoynews.TV icon আন্তর্জাতিক সময়

আপডেট- ০৯-১০-২০১৯ ১৭:০৬:৩৬

ভারত-পাকিস্তানকে আলোচনায় বসার তাগিদ চীনের

index

জম্মু-কাশ্মীরের চলমান সংকট নিরসনে ভারত পাকিস্তানকে দ্বিপাক্ষিক আলোচনায় বসার তাগিদ জানিয়েছে চীন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং জানান, কাশ্মীরের সমস্যা নিয়ে চীনের অবস্থান স্পষ্ট। দু'দেশ আলোচনায় বসলে এতে পারস্পরিক আস্থা ও বিশ্বাসযোগ্যতা বাড়বে বলেও মনে করেন তিনি।

এর আগে, কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের বিপক্ষে অবস্থান নেয় বেইজিং। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের চীন সফরের মধ্যেই এ কথা জানাল দেশটি। কাশ্মীর ইস্যুতে প্রেসিডেন্ট শি জিনপিং-এর সাথে আলোচনা হওয়ার কথা রয়েছে পাক প্রধানমন্ত্রীর।

চলতি সপ্তাহে চীনা প্রেসিডেন্টের ভারত সফরের আগে চীন সফরে গেলেন প্রধানমন্ত্রী ইমরান। এদিকে শুক্রবার ভারত সফরে যাবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।