SomoyNews.TV

Somoynews.TV icon বিনোদনের সময়

আপডেট- ২৫-০৯-২০১৯ ২০:৩৭:০৪

জন্মদিনে ঘনিষ্ঠ মিথিলা-সৃজিত, বিয়ের গুঞ্জন

-

বাংলাদেশের কণ্ঠশিল্পী ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও টালিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সৃজিত মুখোপাধ্যায়কে নিয়ে গুঞ্জনের শেষ নেই। দু’জনকে মাঝেমধ্যেই দেখা যায় নানা জায়গায়। ফলে ডালপালা মেলে গুঞ্জন।

এবার সৃজিতের জন্মদিনে মিথিলাকে কেক কাটতে দেখা গেছে। গত ২৩ সেপ্টেম্বর সৃজিতের জন্মদিনে উপস্থিত ছিলেন মিথিলা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়াটাইমসের এইসময় বুধবার (২৫ সেপ্টেম্বর) এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে নাম জড়িয়েছে একাধিক অভিনেত্রীর। এর মধ্যে স্বস্তিকা মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, জয়া আহসান ও রাজনন্দিনীর নাম রয়েছে।

বেশ আগে গায়ক অর্ণবের একটি মিউজিক ভিডিওতে অভিনয়ের সূত্রে মিথিলার সঙ্গে সখ্যতা তৈরি হয় সৃজিতের। এরপর মিথিলাকে নিয়ে ঘোরাঘুরি ও পার্টিতে অংশ নিতে দেখা যায়।

সৃজিদের জন্মদিনে মিথিলার উপস্থিতির ফলে তাদের বিয়ে নিয়ে আবারও গুঞ্জন ছড়িয়েছে। এইসময় বলছে, মিথিলা ও সৃজিত এখন আর সিঙ্গেল নেই।