SomoyNews.TV

Somoynews.TV icon বিনোদনের সময়

আপডেট- ১৫-০৯-২০১৯ ১৯:৪৮:৪৩

আবারো খোলামেলা পোশাকে পুনম, ভিডিও ভাইরাল

punom-pandey

বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডে সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উষ্ণতা ছড়িয়েছেন। মূলত খোলামেলা পোশাকেও তিনি তাকে মেলে তুলতে চান সব আওময়। নিজের আবেদনময়ীতা ছড়িয়ে দেন ভক্তদের উদ্দেশ্যে।  বেশ কয়েকবার নগ্ন হওয়ার ঘোষণা দিয়েও বিতর্কিত হয়েছেন তিনি।

সম্প্রতি সমুদ্র সৈকতে বেশ কয়েকটি ভিডিও শুট করেন তিনি। যেখানে কেবল নিচের অন্তর্বাসেই দেখা যাচ্ছে তাকে। আবার একটি ভিডিওতে পুনমকে দেখা যায় বাথরুমের ভেতর। পরনে শাড়ি। কিন্তু আর পাঁচজনের মতো করে শাড়ি পরেননি তিনি। ভিডিওটি তিনি তার ইনস্ট্রাগ্রামে শেয়ার করেছেন।

এছাড়া হঠাৎ খোলামেলা ভিডিও পোস্ট করে নেটিজেনদের মধ্যে ঝড় তোলেন তিনি। ভারচুয়াল দুনিয়ায় কীভাবে ভেসে থেকে শিরোনামে উঠে আসতে হয়, সে প্রমাণ দিয়ে চলছেন তিনি। প্রতিবারই খোলামেলাভাবে নিজেকে মেলে ধরে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেন।

চলতি বছর বিশ্বকাপের সময়ও বিরাট কোহলিদের ‘উষ্ণ’ সারপ্রাইজ দিয়েছিলেন তিনি। কোহলিদের জন্য টপলেস হয়েছিলেন মডেল। তবে টুর্নামেন্ট শেষ হলেও নেট দুনিয়ায় অবাধ বিচরণ জারি রয়েছে লাস্যময়ীর.