SomoyNews.TV

Somoynews.TV icon খেলার সময়

আপডেট- ১২-০৯-২০১৯ ১৯:৫৮:৩৭

‘সাদা বলে যেকোনো প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য আছে বাংলাদেশের’

spots

সাদা বলে যেকোনো প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য আছে বাংলাদেশের। তাই এই ত্রিদেশীয় সিরিজে টাইগারদের জয়ের সম্ভাবনার কথা জানালেন কোচ রাসেল ডোমিঙ্গো। এই সিরিজকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবেও দেখছেন এই দক্ষিণ আফ্রিকান কোচ।

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ রাসেল ডোমিঙ্গো বলেন, সাদা বলে বাংলাদেশ যেকোনো দলকে হারাতে পারে। বিশেষত; ওয়ানডেতে বাংলাদেশ অন্যতম অভিজ্ঞ দল। সিনিয়রদের পাশাপাশি দারুণ কিছু তরুণ প্লেয়ার রয়েছে। আমাদের সঠিক পরিকল্পনাগুলো মাঠে বাস্তবায়ন করতে পারলে এই টি-২০ সিরিজে জয় পাওয়া সম্ভব। আগামী বছর অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই সিরিজটা বিশ্বকাপের উপযুক্ত মঞ্চ। নতুন ক্রিকেটারদের এখানে পরখ দেখার সুযোগও থাকছে?