SomoyNews.TV

Somoynews.TV icon খেলার সময়

আপডেট- ১২-০৯-২০১৯ ১২:৫০:৩৬

অ্যাশেজের শেষ ম্যাচ থেকে বাদ জেসন রয়

ashes

অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ইংল্যান্ড দল থেকে বাদ পড়েছেন উদীয়মান খেলোয়াড় জেসন রয়। বিগত ম্যাচগুলোয় দলকে তেমন কিছু দিতে না পারায় এ সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা।

বিশ্বকাপে অসাধারণ ব্যাটিং উপহার দেয়া এ খেলোয়াড় গেল জুলাইতে আয়ার‌ল্যান্ডের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক টেস্ট খেলেন। তবে অ্যাশেজের শুরুর চার ম্যাচে ওপেনার কিংবা অন্য কোনো জায়গাতে খেলেও তেমন কোনো ফল দিতে পারেননি তিনি। এ চার ম্যাচে তার সর্বোচ্চ স্কোর ৩১ আর তার মোট রান ১১০।

অন্যদিকে ক্রেগ ওভারটনও বাদ পড়ছেন সামনের টেস্টে। এ দু’জনের জায়গায় ইংল্যান্ড দলে জায়গা করে নিয়েছেন স্যাম কুরান ও ক্রিস ওকস।

অন্যদিকে কাঁধে ইনজুরির কারণে বেন স্টোকস বোলিং করতে পারবেন না। সামনের ম্যাচে তিনি শুধু ব্যাটসম্যান হিসেবেই খেলবেন।