SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ০৬-০৯-২০১৯ ০৬:০৬:৩২

মসলার দাম কমছে চট্টগ্রামের খাতুনগঞ্জে

khatun1

দেশের ভোগ্যপণ্যের সবচে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে কোরবানির ঈদের পর কমতির দিকে সব মসলার দাম। বিশেষ করে পেঁয়াজ, আদা ও রসুনের দাম কমেছে। ভারতে বন্যা কমে যাওয়া, বিশ্ববাজারে দাম কম ও দেশে চাহিদা কমার কারণে নিম্নমুখী এসব পণ্যের বাজার।

কোরবানির সময় চট্টগ্রামের খাতুনগঞ্জে মসলার বাজার চড়া থাকলেও এখন কমতির দিকে। যে পেঁয়াজ কোরবানির আগে ও পরে কেজি ৪৫- ৪৬ টাকায় বিক্রি হলেও তা এখন বিক্রি হচ্ছে ৩৭-৩৯ টাকায়।

কমতির তালিকায় আছে আদা ও রসুনও। কোরবানির সময় রসুন কেজি এক'শো ৫৫ টাকা বিক্রি হলেও এখন ঠেকেছে এক'শো ২৫ টাকায়। আর আদা ৩০ টাকা কমে বিক্রি হচ্ছে এক'শো ২০ টাকায়।

বিশ্ববাজারে দাম কমতি আর আমদানি কমায় কমেছে এসব মসলার দাম।

চট্টগ্রাম খাতুনগঞ্জের আমদানিকারক মো. আলম বলেন, চাহিদা ওপর নির্ভর করে পণ্যের দাম ওঠানামা করে।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, দেশে বছরে পেঁয়াজের চাহিদা ২০ থেকে ২২ লাখ আর রসুন ৫ লাখ মেট্রিক টন।