SomoyNews.TV

Somoynews.TV icon আন্তর্জাতিক সময়

আপডেট- ২৬-০৮-২০১৯ ০৫:৫৮:৩৮

বিমান ডুবছে সাগরে, ভাসতে ভাসতে ভিডিও পাইলটের! (ভিডিও)

air

ছোট একটি বিমান হঠাৎ করেই ভেঙে পড়ে সাগরে। পাইলট অক্ষত। সাগরে ভাসছে পাইলট। ভাসতে ভাসতেই বিমানটি ডুবে যাওয়ার দৃশ্য ভিডিও করছেন তিনি। এমন ঘটনা ঘটেছে প্রশান্ত মহাসাগরে।

ভারতের দৈনিক আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, ডেভিড লেস নামের এক ব্যক্তি নিজের বন্ধুর সঙ্গে এক ইঞ্জিন বিশিষ্ট ছোট বিমান নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। লেস নিজেই বিমানে পাইলটের আসনে ছিলেন।

মাঝপথে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি হঠাৎ করেই প্রশান্ত মহাসাগরে ভেঙে পড়ে। তখন লেস ও তাঁর বন্ধু সাগরে ভাসতে থাকে। কিন্তু ভাসতে ভাসতেই বিমানটি ডুবে যাওয়ার দৃশ্য হাসি মুখে ভিডিও করতে থাকে।

খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সান হোসের রেড-হিলভিউ বিমানবন্দর থেকে বন্ধুর সঙ্গে আকাশে উড়েছিলেন লেস। উদ্দেশ্য ছিল মাঝ আকাশে বিমানের ফটোশুট করা। কিন্তু আকাশে উড়ার কিছুক্ষণ পরই যান্ত্রিক গোলযোগ শুরু হয়।

বিমান ভেঙে পড়লেও ভয়ে গুটিয়ে যাননি লেস। ভাসতে ভাসতে নিজের ওয়াটারপ্রুফ মোবাইলে ভিডিও করতে থাকেন। উদ্ধারকারী দল না আসা পর্যন্ত প্রায় আধঘণ্টা ভেসে ভেসে ভিডিও করেন তিনি।