SomoyNews.TV

Somoynews.TV icon বিনোদনের সময়

আপডেট- ২৫-০৮-২০১৯ ০১:১২:৪৯

বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের ৩৩ বছর পূর্তি উদযাপন

morshed-mama

নানা আয়োজনে উদযাপন করা হলো বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের ৩৩ বছর পূর্তি উৎসব। দিনব্যাপী এই আয়োজনে ছিল স্মৃতিচারণ ও স্বল্প দৈর্ঘ চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচি।

উৎসবে অংশ নেন বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সদস্য, উপদেষ্টামণ্ডলী ও চলচ্চিত্র সংশ্লিষ্ট বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বিশেষ সম্মাননা প্রদান করা হয় চলচ্চিত্রকার মানজারে হাসান মুরাদকে। স্মৃতিচারণ ও আড্ডায় দিনব্যাপী জমজমাট থাকে এই উৎসব। অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তারা বলেন, ৩৩ বছর আগে আত্মপ্রকাশ করা বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম শুরু থেকেই বিকল্পধারার চলচ্চিত্র নির্মাণে ভূমিকা রেখে আসছে। এছাড়া বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনেও সংগঠনটির অংশগ্রহণ ছিল।