SomoyNews.TV

ধর্ম

আপডেট- ২৪-০৮-২০১৯ ১৬:২৩:২৪

মানিকগঞ্জে আশুরা শীর্ষক ইমামবাড়ির প্রেসবিফ্রিং

imam

মানিকগঞ্জ সদরের গড়পাড়া ইমামবাড়িতে মহররম ও আশুরা উপলক্ষে শনিবার (২৪ আগস্ট) দুপুর ২টার দিকে শোক মিছিল নিয়ে শহর প্রদক্ষিণের দাবিতে প্রেসবিফ্রিং করা হয়েছে।
 
এতে শাহ সুফি মোখলেছুর রহমান জানান, গত তিন বছর ধরে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ইমামবাড়ির ২০ থেকে ২৫ হাজার মানুষের আশুরার শোক মিছিল মানিকগঞ্জ শহরের এক অংশ প্রদক্ষিণ করতে দিলেও বাকী অংশ প্রদক্ষিণ করতে দেয় না প্রশাসন।

অন্যদিকে প্রশাসনের অনুমতি থাকলেও তাতে বিভিন্ন ভাবে প্রশাসন সংক্ষিপ্ত আকারে শোক মিছিল করা নির্দেশ প্রদান করেন।এ সময় প্রেসবিফ্রিংয়ের মাধ্যমে মানিকগঞ্জ শহর প্রদক্ষিণসহ শান্তিপূর্ণ ভাবে পালনের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।এসময় ইমাম বাড়ির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, ১ হাজার ৩৩৬ বছর আগে ১০ মহররমে মহানবী হযরত মুহাম্মদ (সা:) দৌহিত্র হযরত ইমাম হোসেইন (রা.) এবং তার পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে  গিয়ে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। এ ঘটনায় পর থেকে এই শোক পালন মুসলিম সম্প্রদায়।