SomoyNews.TV

শিক্ষা সময়

আপডেট- ২৪-০৮-২০১৯ ০৯:৩৮:১০

জাবিতে গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ

savar-ju-2

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৫ শতাধিক গাছ কেটে ফেলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে ক্যাম্পাসের রবীন্দ্রনাথ হলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সেখান থেকে একটি মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

পরে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেন তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারি টাকা আত্মসাতের জন্য ষড়যন্ত্রমূলকভাবে নির্বিচারে গাছ কেটে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য নষ্ট করছে বলে অভিযোগ করেন বক্তারা।