SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ২৪-০৮-২০১৯ ০৯:২৮:৩১

চুয়াডাঙ্গায় ডায়রিয়ার প্রকোপ, শয্যা সংকট

chua-hospi-2

প্রচণ্ড গরমে চুয়াডাঙ্গায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত দু'দিনে হাসপাতালে নারী ও শিশুসহ ভর্তি হয়েছে শতাধিক রোগী।

চিকিৎসকরা জানান, শুক্রবার (২৩ আগস্ট) বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ৭৫ জন, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ জন রোগী ভর্তি হয়েছেন। 

এছাড়া আরো ৬ জন রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। শয্যা সংকটের কারণে সদর হাসপাতালের সিঁড়ির নিচে, মেঝে ও বারান্দায় রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। অতিরিক্ত রোগীর কারণে হাসপাতালে স্যালাইন সংকট দেখা দিয়েছে।