SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ২৩-০৮-২০১৯ ১২:৩৪:২৩

কমেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

cnt-dengu-

দেশের বিভিন্ন স্থানে কমেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। তবে সাতক্ষীরায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

গতরাতে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহানা বেগম নামে এক গৃহবধূর অবস্থার অবনতি হয়। এসময় চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে দু'জনের মৃত্যু হলো। এছাড়া জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫২ জন ডেঙ্গু রোগী।

যশোরে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৩৩ জন রোগী। চিকিৎসাধীন রয়েছেন ১৭৪ জন। সিভিল সার্জনের তথ্যমতে, জেলায় এ পর্যন্ত ৮৫৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তিকৃত ৭ জনসহ মাগুরা আড়াইশ' শয্যা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৪ জন রোগী। ডেঙ্গু রোগীদের জন্য আলাদা সেল গঠন করে চিকিৎসা দিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ।