SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ২২-০৮-২০১৯ ০৭:৩৬:৩১

জেলায় জেলায় এডিসের লার্ভা

dengu-22

ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে হাসপাতালে ভর্তি হচ্ছেন নানা বয়সী মানুষ। কোনো কোনো জেলায় কমছে রোগীর সংখ্যা। এছাড়া, কয়েকটি জেলায় শনাক্ত হচ্ছে এডিসের লার্ভা। এতে আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মনে। পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সেবার পাশাপাশি সচেতনতামূলক নানা কর্মসূচি গ্রহণ করেছে স্বাস্থ্যবিভাগ।

পটুয়াখালী:
পটুয়াখালীতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বুধবার রাত পর্যন্ত পটুয়াখালী সদর হাসপাতালে নতুন করে ৩৮ জন চিকিৎসা নিচ্ছেন। শুধু এ হাসপাতালেই এ পর্যন্ত ৩২৭ জন চিকিৎসা নিয়েছেন। কোরবানির ঈদের পর আক্রান্তের সংখ্যা বাড়য়ে উদ্বেগ বাড়ছে জনমনে।

যশোর:
যশোরেও একইচিত্র। বুধবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার ৮ উপজেলায় ৪৮ জন রোগী এ রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে চিকিৎসাধীন আছেন ১৯১ জন।

রংপুর:
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২১ আগস্ট পর্যন্ত শুধুমাত্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩৭ জন। এরমধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৮১ রোগী। আর সবশেষ ২৪ ঘণ্টায় নতুন ১০ জন ভর্তি হয়েছেন।

ময়মনসিংহ:
ময়মনসিংহে গত কয়েকদিনের তুলনায় বুধবার কম ছিলো ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা। পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেকেই। বুধবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্যবিভাগের তথ্যমতে, ২১ শে আগস্ট পর্যন্ত জেলায় এক হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

নেত্রকোনা:
এডিসের লার্ভার সনাক্তে নেত্রকোনায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জেলার বাস টার্মিনাল এলাকার পরিত্যক্ত টায়ারে লার্ভা সনাক্ত হয়। পরে আশাপাশের কয়েকটি বাড়িতেও অভিযান চালানো হয়।

অন্যান্য:
এছাড়া নাটোর, সাতক্ষীরা, ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে বাড়তি ব্যবস্থা গ্রহণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসা কার্যক্রমের পাশাপাশি চলছে সচেতনতামূলক নানা কর্মসূচি।